মে মাসের পর সড়কে ফিটনেসবিহীন বাস-ট্রাক চলবে না
বাংলাদেশে ফিটনেসবিহীন বাস ও ট্রাকের সংখ্যা প্রায় ১৪ হাজার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, আগামী মে মাস থেকে এসব যানবাহন সড়কে চলতে দেওয়া হবে না।
আজ বুধবার (১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে বিআরটিএর বিভাগীয় কার্যালয়ের ভিআইসি সেন্টারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন বলেন, “রাজধানীর বাসগুলোর অবস্থা খুবই নাজুক। সড়কে শৃঙ্খলা ফেরাতে ফিটনেসবিহীন কোনো বাস বা ট্রাক চলতে দেওয়া হবে না। বাস মালিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। আগামী মে মাসের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও জানান, নতুন বাস কেনার জন্য বাস মালিকরা সহজ শর্তে ঋণ চেয়েছেন। এ বিষয়ে সরকারকে অবহিত করা হয়েছে এবং ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বাস চালক ও কন্ট্রাক্টরদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে।
বিআরটিএ পরিচালক শিতাংশু শেখর বলেন, “স্বাধীনতার পর থেকে নিবন্ধিত সব যানবাহনের তথ্য বিআরটিএর সার্ভারে সংরক্ষণ করা হয়েছে। সারা দেশে বিআরটিএ অনুমোদিত ১৪ হাজার বাস ও ট্রাকের আয়ুষ্কাল ইতোমধ্যে শেষ হয়ে গেছে।”
মতবিনিময় সভায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জহির আল লতিফ বলেন, “আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে ঢাকার পরিবহন ব্যবস্থায় দৃশ্যমান উন্নতি হবে।”
এ ছাড়া সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুর রহিম দুদু বলেন, “ড্রাইভারদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পাঠ্যবইয়ে সতর্কতামূলক বিষয় অন্তর্ভুক্ত করা উচিত। পাশাপাশি সড়কের বামের লেন খালি রাখতে পুলিশের সহযোগিতা প্রয়োজন, যা এখনো পর্যাপ্ত নয়।”
সভায় সড়কের শৃঙ্খলা ফেরাতে ম্যাজিস্ট্রেটের অভিযান শুরুর পরিকল্পনার কথাও জানানো হয়।