সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুক ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বুধবার (১ জানুয়ারি) ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত এ সংক্রান্ত আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক ডিএমপি কমিশনার ও তার স্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, এবং সরকারি অর্থ আত্মসাৎসহ প্রায় ৩ হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে রয়েছে।


দুদকের পক্ষের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম আদালতে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী বিভিন্ন অনিয়মের মাধ্যমে তাদের নামে এবং পরিবারের অন্য সদস্যদের নামে দেশে-বিদেশে সম্পদ সংগ্রহ করেছেন। এছাড়া, মানিলন্ডারিং প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগও অনুসন্ধানাধীন।