নববর্ষ উদ্যাপনের ভিড়ে গাড়ির ধাক্কা, যুক্তরাষ্ট্রে নিহত ১০
মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে নববর্ষ উদ্যাপনের সময় একটি বেপরোয়া গতির গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়লে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) স্থানীয় সময় সকালে নিউ অরলিন্সের বিখ্যাত বোর্বন স্ট্রিটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রাত্রিকালীন জীবনযাপনের জন্য বিখ্যাত বোর্বন স্ট্রিটে নববর্ষ উদ্যাপনের জন্য শত শত মানুষ জড়ো হয়েছিলেন। এই ভিড়ের মধ্যে বেপরোয়া গতির একটি গাড়ি হঠাৎ করে প্রবেশ করলে ঘটনাস্থলে প্রাণহানি ঘটে।


নিউ অরলিন্স জরুরি স্বাস্থ্য সেবা (নোয়েমস) কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে এবং গাড়িটির চালককে আটক করা হয়েছে। তবে এই দুর্ঘটনা ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনাবশত ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।