ডিজেলের দাম কমলো ১ টাকা, পেট্রোল-অকটেনের মূল্য অপরিবর্তিত
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জানুয়ারি মাসের জন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১ টাকা কমানো হলেও পেট্রোল ও অকটেনের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জারি করা গেজেটে এ তথ্য জানানো হয়।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে পেট্রোল ও অকটেনের দাম যথাক্রমে ১২১ টাকা এবং ১২৫ টাকা রাখা হয়েছে, যা পূর্বের মতোই অপরিবর্তিত।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে মিল রেখে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণ করা হয়। জানুয়ারির জন্য প্রাইসিং ফর্মুলার আলোকে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এ পরিবর্তন আনা হয়েছে।”
সরকারের এ পদক্ষেপে ডিজেল ও কেরোসিনের ব্যবহারকারীরা কিছুটা স্বস্তি পেলেও পেট্রোল ও অকটেনের মূল্য অপরিবর্তিত থাকায় অন্যান্য ভোক্তারা কোনো পরিবর্তনের সুফল পাননি।