সচিবালয়ে আগুনের কারণ ‘লুজ কানেকশন’: তদন্ত কমিটি
সচিবালয়ের ৭ নম্বর ভবনে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বিদ্যুতের লুজ কানেকশনকে দায়ী করেছে তদন্ত কমিটি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর এ তথ্য জানিয়েছেন কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
নাসিমুল গনি জানান, “লুজ কানেকশন থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং এ ঘটনায় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।” তিনি আরও বলেন, “ঘটনায় কোনো গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়নি বা ভবন ভাঙার প্রয়োজন হবে না।”


তদন্ত কমিটির আরেক সদস্য, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব হাসান, জানান যে ঘটনাস্থলে বিস্ফোরকের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নমুনা পরীক্ষা এবং ডগ স্কোয়াডের অনুসন্ধানেও একই তথ্য পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, “করিডরে আগুন থাকায় এবং কলাপসিবল গেট কাটতে সময় লাগায় আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়েছে। ইন্টেরিয়র ডিজাইন এবং পর্যাপ্ত পানির অভাবও আগুন ছড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে।”
গত ২৫ ডিসেম্বর গভীর রাতে লাগা এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট টানা ছয় ঘণ্টা কাজ করে। তবে আগুনে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু; ডাক ও টেলিযোগাযোগ; যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের চারটি তলার নথিপত্র, কম্পিউটার এবং আসবাবপত্র পুড়ে গেছে।
তদন্ত কমিটি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সচিবালয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার মানোন্নয়ন এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জামের ব্যবস্থা করার সুপারিশ করেছে।
প্রসঙ্গত, সচিবালয়ে আগুন লাগার এই ঘটনা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাগুলো তুলে ধরেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভবিষ্যৎ ব্যবস্থা নিতে বাধ্য করেছে।