নববর্ষে আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ
থার্টি ফার্স্ট নাইট (ইংরেজি নববর্ষ) উপলক্ষে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। এ সময়ের মধ্যে দুর্ঘটনা রোধে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ হোসেনের বেঞ্চ এই নির্দেশনা প্রদান করেন।


গতকাল (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল আশরাফ উজ্জামান একটি রিট আবেদন করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে বিবাদী করা হয়।
রিটের বিষয়বস্তু সম্পর্কে আইনজীবী আশরাফ উজ্জামান জানান, তিনি রাত ১১টা থেকে ১টা পর্যন্ত কোনও ধরনের তীব্র শব্দে অনুষ্ঠান না করার এবং বাসা-বাড়ির ছাদে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধে নির্দেশনা চেয়েছেন। পাশাপাশি, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাত ১০টা থেকে সড়ক, পার্ক ও উন্মুক্তস্থানে জনসমাগম বন্ধের নির্দেশনা দেওয়ার পাশাপাশি এসব কার্যক্রমে মোবাইল কোর্ট পরিচালনারও নির্দেশনা দাবি করা হয়েছে।
এছাড়া, আতশবাজি, পটকা ও ফানুসের বেচাবিক্রি বন্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে।