শাকিব খানের ঢাকার হার দিয়ে বিপিএল যাত্রা শুরু, জয়ের হাসি রংপুরের
বিপিএলের দ্বিতীয় ম্যাচে শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়ে আসর শুরু করেছে রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রোববার রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে রংপুর। জবাবে, ভালো শুরু করেও ব্যাটিং বিপর্যয়ে ১৫১ রানে থেমে যায় ঢাকা।


১৯২ রানের লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করেন ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। পাওয়ার প্লেতে তারা তোলে ৬৫ রান। তবে এরপর শেখ মেহেদীর দুর্দান্ত স্পিনে মাত্র ১০ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় ঢাকা।
মেহেদী ৪ ওভারে ২৭ রান দিয়ে তুলে নেন লিটন (৩৫), তানজিদ (৩১), হাবিবুর রহমান সোহান (১) ও ফারমানউল্লাহ শাফির (০) উইকেট। মধ্য ও শেষের দিকের ব্যাটাররাও দলকে আর ম্যাচে ফিরিয়ে আনতে পারেননি।
এর আগে রংপুরের ব্যাটিং শুরুটা নড়বড়ে ছিল। ২০ রানে ২ উইকেট হারানোর পর সাইফ হাসান (৪২) ও ইফতিখার আহমেদ (৪৯) দলের হাল ধরেন। শেষদিকে খুশদিল শাহ (২৩ বলে ৪৬*) ও নুরুল হাসান সোহানের (১১ বলে ২৫) ঝোড়ো ইনিংসে দলীয় স্কোর ১৯১ রানে পৌঁছায়।
এই জয়ের মাধ্যমে বিপিএলে আত্মবিশ্বাসী সূচনা করলো রংপুর রাইডার্স, অন্যদিকে শুরুর ব্যর্থতায় চাপের মুখে পড়লো ঢাকা ক্যাপিটালস।