জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করবে অন্তর্বর্তীকালীন সরকার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরি করছে অন্তর্বর্তীকালীন সরকার। শিগগিরই এ ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জনগণের ঐক্য ও ফ্যাসিবাদবিরোধী চেতনার উত্থান ঘটেছে, তা সুসংহত রাখতে এ ঘোষণাপত্র গৃহীত হবে। এতে গণঅভ্যুত্থানের পটভূমি, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় তুলে ধরা হবে।”

শফিকুল আলম আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব পক্ষের মতামতের ভিত্তিতে এ ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে।

“আমরা আশা করছি, সব পক্ষের অংশগ্রহণে এটি দ্রুত চূড়ান্ত করে জাতির সামনে উপস্থাপন করা সম্ভব হবে,” বলেন প্রেস সচিব।

Nagad