মতপার্থক্য যেন দেশের ক্ষতির কারণ না হয়: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মতপার্থক্যের কারণে দেশ ও জনগণের ক্ষতি এড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিভিন্ন দল ও ব্যক্তির মধ্যে মতপার্থক্য স্বাভাবিক, তবে তা যেন এমন পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ও জনগণের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়।
সোমবার (৩০ ডিসেম্বর) নীলফামারীতে বিএনপির এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। ওই অনুষ্ঠানে ২০১৪ সালে র্যাবের ক্রসফায়ারে নিহত গোলাম রাব্বানীর পরিবারের জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর এবং নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুর জেলার শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।


তারেক রহমান বলেন, “মতপার্থক্য থাকবেই, তবে তা যেন এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ও জনগণ ক্ষতিগ্রস্ত হয়। সহনশীলতার মাধ্যমে আমাদের এসব মোকাবিলা করতে হবে।”
দেশকে নির্বাচনী প্রক্রিয়ায় ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশকে একটি নিরাপদ ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নির্বাচন প্রক্রিয়া অব্যাহত রাখা দেশের উন্নতির জন্য জরুরি বলেও মন্তব্য করেন তিনি।