ওয়েস্টহ্যামের জালে লিভারপুলের গোল উৎসব, ৫-০ ব্যবধানে দাপুটে জয়
অপ্রতিরোধ্য ছন্দে এগিয়ে চলেছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে তাদের ঘরের মাঠে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আর্নে স্লটের দল। সাম্প্রতিক তিন ম্যাচে মোট ১৪ গোল করে নিজেদের আক্রমণাত্মক খেলার ধারাবাহিকতা ধরে রেখেছে অলরেডরা।
এই জয়ের মাধ্যমে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ৩৭, আর ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্সেনাল।


রোববার লন্ডন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দিয়েছে লিভারপুল। মোহাম্মদ সালাহ ছিলেন উজ্জ্বল। এক গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন এই মিশরীয় তারকা। এ মৌসুমে এটি তার ২০তম গোল এবং প্রিমিয়ার লিগে ৮টি অ্যাসিস্ট। স্লটের অধীনে তার এমন দুর্দান্ত পারফরম্যান্স লিভারপুলকে ২০তম লিগ শিরোপার স্বপ্ন দেখাচ্ছে।
ম্যাচ শেষে সালাহ জানান, ‘আমার লক্ষ্য লিভারপুলকে লিগ জেতানো। এজন্য আমি সেরাটা দিয়ে খেলতে চাই। আমাদের আরও কয়েকটি দল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে, তাই মনোযোগী এবং নম্র থেকে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ।’
তবে সালাহর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। মৌসুম শেষেই লিভারপুলের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু করেনি ক্লাব। এ প্রসঙ্গে সালাহ বলেন, ‘চুক্তি বাড়ানোর বিষয়ে আমরা এখনো অনেক দূরে। আমি মিডিয়ায় এ বিষয়ে কথা বলতে চাই না।’
ওয়েস্টহ্যামের বিপক্ষে লিভারপুলের হয়ে গোল করেন লুইস দিয়াজ (৩০ মিনিটে), কোডি গাকপো (৪০ মিনিটে), মোহাম্মদ সালাহ (৪৪ মিনিটে), ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড (৫৪ মিনিটে) এবং দিয়াগো জোতা (৮৪ মিনিটে)। প্রথম গোলের পর থেকেই ওয়েস্টহ্যামের প্রতিরোধ ভেঙে পড়ে এবং একের পর এক আক্রমণে ম্যাচ শেষ করে লিভারপুল।