বিপিএলের টিকিট মূল্য প্রকাশ: কোথায় ও কীভাবে পাওয়া যাবে
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। তবে খেলা শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে টিকিট সংক্রান্ত জটিলতায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন ভক্তরা। মিরপুর স্টেডিয়ামের সামনে টিকিটের দাবিতে ভক্তদের বিক্ষোভের পর বিসিবি শেষ মুহূর্তে টিকিট বিক্রির প্রক্রিয়া প্রকাশ করে।
স্টেডিয়ামের গ্যালারির অবস্থান অনুযায়ী টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (২৯ ডিসেম্বর) স্টেডিয়ামে গ্যালারির অবস্থানের ভিত্তিতে সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা দামের টিকিট কিনতে পারবেন দর্শক। টিকিট কেনা যাবে অনলাইন এবং ব্যাংকের মাধ্যমে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোট ১১ ধরনের টিকিট ছাড়া হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন ২০০ টাকায় কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। আর সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের জন্য।


গ্র্যান্ড স্ট্যান্ড ও ইস্টার্ন গ্যালারির অবস্থান পিচের দুই পাশে। বোলিং ও ব্যাটিংয়ের প্রান্ত স্টেডিয়ামের সাউথ ও নর্থ অংশে। এ দুটি অংশের গ্যালারিগুলোতে ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত দামের টিকিট পাওয়া যাবে। এ সব টিকিট কেনা যাবে আজ বিকেল ৪টা থেকে, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগামীকাল উদ্বোধনী ম্যাচের দিন টিকিট বিক্রি শুরু হবে সকাল ১০টা থেকে।
অনলাইনে টিকিট কেনা যাবে www.gobcbticket.com.bd থেকে। আর ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট বিক্রি হবে। শাখাগুলো হচ্ছে মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড।
বিপিএলের সময়সূচি
১১তম আসর শুরু হবে ৩০ ডিসেম্বর এবং চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। জমকালো আয়োজনের ঘোষণা দেওয়া হলেও শুরু থেকেই টিকিট এবং বিদেশি খেলোয়াড়দের অনুপস্থিতি নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে।
বিপিএল নিয়ে আগ্রহী দর্শকদের জন্য এটি দারুণ সুযোগ মাঠে বসে খেলা উপভোগ করার। তবে টিকিট সংক্রান্ত জটিলতা যেন ভক্তদের উত্তেজনায় জল না ঢালে, সেটিই প্রত্যাশা।