রোনালদোর তীব্র সমালোচনা, ব্যালন ডি’অর আয়োজকদের যা বললেন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪

সংগৃহীত ছবি

২০২৪ ব্যালন ডি’অর ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ফুটবল বিশেষজ্ঞরাও তাকে এগিয়ে রেখেছিলেন, তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে জানা যায়, ব্যালন ডি’অর পাচ্ছেন না তিনি। স্প্যানিশ ফুটবলার রদ্রি পুরস্কারটি জিতেছিলেন।

এরপর ২৮ অক্টোবর প্যারিসে আয়োজিত অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের কেউই উপস্থিত ছিলেন না এবং রদ্রির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এই বিতর্কে এবার নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরস্কার অর্জন করে রোনালদো ব্যালন ডি’অরের সমালোচনা করেন। তিনি বলেন, “ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জয়ী হওয়া উচিত ছিল। রদ্রিও এটি পেতে পারতেন, তবে ভিনিসিয়ুস চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন, তাই তারই পুরস্কৃত হওয়া উচিত।”

এছাড়া, ফ্রান্স ফুটবলের আয়োজকদেরও সমালোচনা করেছেন রোনালদো। তিনি বলেন, “এগুলো এমনই অনুষ্ঠান। তারা সবসময় এভাবে কাজ করে। আর এজন্যই আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডসকে ভালোবাসি, তারা সৎ।”