ইডব্লিউইউ টেলিকম ক্লাবের ‘ন্যাশনাল টেলকো ওয়ারফেয়ার ২০২৪’ সম্পন্ন

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি টেলিকমিউনিকেশন ক্লাবের উদ্যোগে গত দুই দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল টেলকো ওয়ারফেয়ার ২০২৪’। জাতীয় পর্যায়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে জমজমাট আয়োজনটি অনুষ্ঠিত হয়।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল প্রযুক্তি ও গেমিংয়ের বিভিন্ন দিক তুলে ধরা। ব্লকচেইন, এআই, এবং কাটিং এজ টেকনোলজির ওপর আলোচনা ছাড়াও বাংলাদেশের গেমিং জগতকে আরও জনপ্রিয় করতে ইভেন্টটি একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। আয়োজকের গেমিং পার্টনার ছিল গিগাবাইট অরাস, যা পুরো ইভেন্টকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আফতাব নগরে অবস্থিত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়া সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আশিক মোসাদ্দেক। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তিনি বলেন,‘এই প্রতিযোগিতা প্রযুক্তি-নির্ভর দক্ষতার প্রতিযোগিতা। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা ও দক্ষতা প্রদর্শন করে বিজয়ী হয়েছে। আগামীর বাংলাদেশ গড়ে তুলতে আপনাদের মতো মেধাবী প্রজন্মই মূল ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মডারেটর, স্পন্সর টিমের সদস্যরা বক্তব্য দেন। তারা এই আয়োজনসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। ছাত্র-ছাত্রীদের এসব প্রযুক্তিতে দক্ষতা বাড়ানো আহ্বান জানান।

ইভেন্টে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা ই-ফুটবল ইএ এফসি২৪ এবং ভ্যালোরেন্ট গেমে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. তানজিম চৌধুরী, সহকারী মহাব্যবস্থাপক, গিগাবাইট প্রোডাক্ট ম্যানেজমেন্ট, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড; মুস্তাফা মুনাওয়ার নাঈম, কমিউনিটি ম্যানেজার, গিগাবাইট টেকনোলজি কো., লিমিটেড; এবং নাজমুল ইসলাম আবির, ই-স্পোর্টস ইভেন্ট কো-অর্ডিনেটর ও এক্সিকিউটিভ, ডিজিটাল মার্কেটিং (বিডি)।

Nagad

এই আয়োজন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রী ও অংশগ্রহণকারী সবার মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।