গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য: আসিফ নজরুল
গণহত্যার বিচার, প্রশাসনিক সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন—এই তিনটি বিষয়কে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) আয়োজিত “গুম-খুন থেকে গণহত্যার বিচার চ্যালেঞ্জ” শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন।


শেখ হাসিনা আমলের গুম-খুন ও জুলাই-আগস্ট গণহত্যার বিচারের চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় দিনের মতো চলছে এই সংলাপ।
আসিফ নজরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান কাজ হলো গণহত্যার বিচার করা। ইতোমধ্যেই প্রসিকিউশন টিম গঠন করা হয়েছে। বিচার নিয়ে কোনো ধরনের গাফিলতি হবে না।’
তিনি আরও বলেন, ‘তাড়াহুড়ো করে বিচার করলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই সঠিক প্রক্রিয়া মেনে আমরা এগোচ্ছি। বিচার প্রক্রিয়ায় দেরি হচ্ছে না।’
আসামিদের হাতকড়া পরানো প্রসঙ্গে তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের আগের বিচার প্রক্রিয়ায় আসামিদের কাউকে হাতকড়া পরানো হয়নি। এখনো সেই নীতি অনুসরণ করা হচ্ছে। তবে শুনানির সময়সীমা আগের তুলনায় কমিয়ে ১ মাস করা হয়েছে, যা নিয়ে বিতর্ক হতে পারে।’
উপদেষ্টা আশ্বস্ত করেন, গণহত্যার বিচারের বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সুষ্ঠু প্রক্রিয়ায় কাজটি সম্পন্ন করবে।
সংলাপে আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক প্রসিকিউটররাও (পিপি) পালিয়ে গেছে। ৫১ জেলা থেকে পিপিরা গায়েবি মামলার তথ্য পাঠিয়েছে।
তিনি জানান, সব বিচার করবে আইন বিভাগ। কোনো গাফিলতি হবে না। হাসান মাহমুদ, ওবায়দুল কাদেরের মত বদমাশরা কেন পালিয়ে গেলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেই প্রশ্ন করা হবে।