মোংলায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪

মোংলায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় মোংলা পৌর জামাতের আমির এম এ বারির সভাপতিত্বে স্থানীয় শ্রমিক কর্মচারী সঙ্গের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতযাতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনখুলনা অঞ্চলের সহকারি পরিচালক অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম। জেলা নায়েবে আমি অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। জেলা সেক্রেটারি শেখ মোঃ ইউনুস আলী। জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাঈন মোংলা থানা আমির মাওলানা আবু হানিফ মল্লিক। থানা নায়েবে আমির অধ্যাপক কোহিনুর সরদার। পৌর সেক্রেটারি মোঃ হোসেন প্রমূখ।