থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকা নিষিদ্ধ: পরিবেশ মন্ত্রণালয়
ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকা ফোটানো শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ দূষণসহ জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।
বুধবার (২৭ ডিসেম্বর) পরিবেশ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত শব্দের কারণে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, দুশ্চিন্তা, শ্রবণশক্তি হ্রাসসহ বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে। এমনকি আতশবাজির শব্দে ভয় পেয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৭ এবং ১৮ বিধি অনুযায়ী, আতশবাজি ও পটকা ফোটানো দণ্ডনীয় অপরাধ। প্রথমবার অপরাধ করলে ১ মাসের কারাদণ্ড বা ৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড এবং পরবর্তী অপরাধে ৬ মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় শাস্তি হতে পারে।
সকলকে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে দায়িত্বশীল আচরণ এবং আইন মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।