‘পুষ্পা ২’র কাছে হার মানলো বরুণ ধাওয়ানের ‘বেবি জন’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪

আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’ বড়দিনেও বক্স অফিসে দাপট দেখিয়ে যাচ্ছে। অন্যদিকে, একই দিনে মুক্তি পাওয়া বরুণ ধাওয়ানের সিনেমা ‘বেবি জন’ অনেকটাই পিছিয়ে পড়েছে।

বড়দিনে ‘পুষ্পা ২’ আয় করেছে প্রায় ২০.৭ কোটি টাকা, যা ২১তম দিনের জন্য এক প্রশংসনীয় অর্জন। ছবিটির এখন পর্যন্ত মোট আয় দাঁড়িয়েছে ১১১০.৮ কোটি টাকায়। প্রথম দিনে ১৬৪.২৫ কোটি টাকার রেকর্ড আয়ের মাধ্যমে শুরু করা এই সিনেমা প্রথম সপ্তাহে সংগ্রহ করেছে ৭২৫.৮ কোটি টাকা।

অপরদিকে, বরুণ ধাওয়ানের ‘বেবি জন’ বড়দিনে প্রথম দিনে আয় করেছে মাত্র ১৩ কোটি টাকা। দক্ষিণী সিনেমা ‘থেরি’র রিমেক হওয়া সত্ত্বেও এই সিনেমা দর্শকদের মনে তেমন প্রভাব ফেলতে পারেনি।

চলতি বছরে বলিউডের সিনেমাগুলো দক্ষিণী সিনেমার মতো সাফল্য পায়নি। ৫০০ কোটির ঘরে পৌঁছাতে পারেনি কোনো হিন্দি সিনেমা। সবচেয়ে সফল ছিল ‘কাল্কি ১৯৮০ এডি’-এর হিন্দি সংস্করণ, যার আয় ২৯৫ কোটি টাকা। এছাড়া ‘ভুল ভুলাইয়া ২’ ও ‘সিংঘম এগেইন’ যথাক্রমে ২৮২ ও ২৭২ কোটি টাকার ব্যবসা করেছে।

বলিউড বনাম দক্ষিণী সিনেমার এই প্রতিযোগিতায় দক্ষিণ ভারতীয় সিনেমার সাফল্য আরও একবার প্রমাণ করলো দর্শকদের পছন্দের পরিবর্তন।

Nagad