লামায় অগ্নিসংযোগ: প্রধান উপদেষ্টার তীব্র নিন্দা ও সহায়তার নির্দেশ

বান্দরবান সংবাদাতা:বান্দরবান সংবাদাতা:
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪

বান্দরবানের লামায় ত্রিপুরা সম্প্রদায়ের একটি পাড়ায় অগ্নিসংযোগের ঘটনায় ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তীব্র নিন্দা জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, অগ্নিসংযোগের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।

বার্তায় উল্লেখ করা হয়, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপার আজ তংঙঝিরি এলাকায় পরিদর্শনে যাবেন।

ত্রিপুরা সম্প্রদায়ের পাড়ায় অগ্নিসংযোগের ঘটনা বড়দিনের আগের রাতে ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসন ও খাদ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।