সচিবালয়ে আগুন: সূত্রপাত কোথা থেকে পরিদর্শনে গিয়ে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ের ৭ নম্বর ভবনের ছয়তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আগুন দ্রুত ছয়তলা থেকে উপরের দিকে ছড়িয়ে পড়ে, তবে নিচতলায় প্রভাব ফেলতে পারেনি।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনের পর সচিবালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানও উপস্থিত ছিলেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগুন ছয়তলায় লেগেছে এবং সেখান থেকে সাত, আট ও নয়তলার দিকে ছড়িয়েছে। নিচতলাগুলোতে আগুন পৌঁছায়নি। আমরা পুরো ভবন তল্লাশি করে দেখতে চাই, ভেতরে কী অবস্থা। এরপর বিস্তারিত জানানো হবে।”
তিনি আরও বলেন, “সচিবালয়ের ৭ নম্বর ভবনে রাত ১টা ৫০ মিনিটে ছয়তলায় আগুন লাগে। ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।”
নয়তলা বিশিষ্ট ৭ নম্বর ভবনের বিভিন্ন তলায় মন্ত্রণালয়গুলোর অবস্থান:
৬ তলায় যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ৭ তলায় স্থানীয় সরকার বিভাগ, ৮ তলায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ৯ তলায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সচিবালয়ের সামনে এখনো সেনাবাহিনী, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে সচিবালয়ের এক ও দুই নম্বর গেট বন্ধ করে দেওয়া হয়। সকাল ৯টার আগেই বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ের গেটগুলোর সামনে অপেক্ষা করতে থাকেন। পরে প্রেসক্লাবের পাশের ৫ নম্বর গেট দিয়ে সীমিত পরিসরে তাদের প্রবেশ করতে দেওয়া হয়।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণ তদন্তে এরই মধ্যে একটি হাই-পাওয়ার কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারপাশ ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস. মুরশিদ।এ সময় অন্তর্বর্তী সরকারের বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী, গণপূর্ত সচিব মো. হামিদুর রহমান খান, শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান, পুলিশ প্রধান বাহারুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের শুরুতে রাত ১টা ৫৪ মিনিট থেকে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। তবে তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে।
এদিকে, আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় সোহানুজ্জামান নয়ন নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন।