কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত অন্তত ৪০, জীবিত উদ্ধার ২৭
কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরে যাওয়ার পথে আকতাউ শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে।
এমব্রেয়ার ১৯০ মডেলের ফ্লাইটটি ৬৭ জন আরোহী নিয়ে যাত্রা শুরু করেছিল। পাখির আঘাতের কারণে উড়োজাহাজটি জরুরি অবতরণ করতে গেলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


দুর্ঘটনার পর উড়োজাহাজে আগুন ধরে যায় এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
কাজাখস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ হিসেবে কারিগরি ত্রুটি ও পাখির আঘাতের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে আরও তদন্ত চলছে।
দুর্ঘটনার পর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রাশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। এই মর্মান্তিক ঘটনায় দুই দেশের সরকারের পক্ষ থেকে তদন্ত ও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনাটি আকাশপথে নিরাপত্তা নিশ্চিতকরণে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের গুরুত্ব পুনরায় স্মরণ করিয়ে দেয়।