সচিবালয়ে ভয়াবহ আগুন: ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয় ও নথিপত্র নিয়ে শঙ্কা
রাজধানীর সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক মন্ত্রণালয়ের দপ্তর এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আগুনে ভবনের আট এবং নয়তলার দপ্তরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
অগ্নিকাণ্ডের শিকার ভবনটিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস ছিল।


ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, “সচিবালয়ে আট এবং নয়তলার দপ্তরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই তলাগুলোর অনেক গুরুত্বপূর্ণ নথি আগুনে পুড়ে যেতে পারে বলে আশঙ্কা করছি।”
মধ্যরাতে আগুন লাগার পর রাত ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরিস্থিতির তীব্রতা বেড়ে গেলে পর্যায়ক্রমে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আগুন নেভানোর সময় দুর্ঘটনার শিকার হয়ে ফায়ার সার্ভিসকর্মী মো. সোহানুর রহমান সোহান (২৮) নিহত হন। একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হওয়ার কয়েক ঘণ্টা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আরও একজন কর্মী আহত হয়েছেন।
সচিবালয়ে আগুন নেভানোর পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ এবং অন্যান্য সংস্থার কর্মীরা ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে তদন্ত কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।