সচিবালয়ে ভয়াবহ আগুন: তদন্ত কমিটি গঠন হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগৃহীত ছবি

সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আগুন ছড়ায় সচিবালয়ের ষষ্ঠ তলায়। ফায়ার সার্ভিস রাত ১টা ৫২ মিনিটে খবর পায় এবং ১টা ৫৪ মিনিটে কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।’

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এ ঘটনায় এক ফায়ার ফাইটার শাহাদাত বরণ করেছেন। তিনি দুর্ঘটনাক্রমে একটি ট্রাকের ধাক্কায় আহত হন এবং পরে মৃত্যুবরণ করেন। এ ছাড়া আরও দুই থেকে তিনজন আহত হন, তবে তারা বর্তমানে সুস্থ রয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগুনের কারণ অনুসন্ধানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। কেবিনেট সচিব ও স্বরাষ্ট্র সচিবকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’

সচিবালয়ের মতো এত সুরক্ষিত একটা জায়গায় এভাবে আগুন- এ বিষয়ে তিনি বলেন, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হতে পারে। এজন্য তো অ্যাক্সিডেন্ট বলে। সচিবালয়ের ভেতরেও তো হতে পারে বলেই তো সচিবালয়ের ভেতরে ফায়ার সার্ভিসের গাড়ি রাখা হয়।

আগুনের উৎসের বিষয়ে ফায়ার সার্ভিস কিছু জানিয়েছে কি না- এ বিষয়ে উপদেষ্টা বলেন, এটা তদন্তের পরে বলতে পারব।

Nagad

বুধবার রাত ১টা ৫২ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা। দিবাগত রাতের এই ঘটনায় সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের মাধ্যমে প্রকৃত কারণ জানা যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।