পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৪৬

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬-এ পৌঁছেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে আফগানিস্তানের তালিবান প্রশাসন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, তালিবানের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, হামলায় ছয়জন আহত হয়েছেন এবং চারটি পৃথক স্থানে এই হামলা হয়েছে।

তালিবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারিজমি বলেন, ‘এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আগ্রাসন হিসেবে দেখছে আফগানিস্তান। ইসলামি প্রজাতন্ত্র এ কাপুরুষোচিত কাজের জবাব দেবে।’

এদিকে, পাকিস্তানের পক্ষ থেকে হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই হামলাগুলো পাকিস্তানি তালিবান (টিটিপি) এর ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে।

এ হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Nagad