ছাত্র আন্দোলনের নেতা খালেদের মানসিক অবস্থা সংকটাপন্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের শিক্ষার্থী খালেদ হাসানের মানসিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। খালেদ কাউকে কিছু বলতে পারছেন না, তার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতির জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাবির জনসংযোগ দপ্তর থেকে বুধবার (২৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ ডিসেম্বর নিখোঁজ থাকা খালেদ মঙ্গলবার রাতে নিজ হলে ফিরে আসেন। পরে তার শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খালেদকে দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। তিনি খালেদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন প্রক্টর সাইফুদ্দীন আহমদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফারুক শাহ, ছাত্র আন্দোলনের সমন্বয়ক হামজা এবং খালেদের পরিবারের সদস্যরা।
এ বিষয়ে ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ‘খালেদের মানসিক অবস্থা ভালো নয়। তিনি কাউকে কিছু বলতে পারছেন না। আমরা তার সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।’
প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় হল থেকে বের হওয়ার পর নিখোঁজ হন খালেদ হাসান। তার পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। খালেদ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র।