‘কবিতায় প্রেম’ নাটকে জুটি হলেন জোভান ও কেয়া

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪

সংগৃহীত ছবি

নির্মাতা তপু খানের পরিচালনায় ‘কবিতায় প্রেম’ নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। কথাসাহিত্যিক মাহতাব হোসেনের রচনায় নির্মিত এই নাটকের শুটিং সম্প্রতি টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে।

নির্মাতা তপু খান নাটকটি সম্পর্কে বলেন, “গল্পটি একটু ভিন্ন ধরনের। আমি সাধারণত রোমান্টিক গল্প খুবই পছন্দ করি, তবে এবারের গল্পটি একটু জীবনঘনিষ্ঠ এবং অন্যরকম। আমি আশা করছি, সবার ভালো লাগবে।”

কথাসাহিত্যিক মাহতাব হোসেন জানান, “এটি একটি ভিন্ন ধরনের গল্প। নাটকের নাম থেকেই বোঝা যাচ্ছে, এটি সাধারণ গল্প নয়। আমি দর্শকদের জন্য কিছু আলাদা উপহার দেওয়ার চেষ্টা করেছি।”

অভিনয়শিল্পী জোভান ও কেয়া এই কাজ নিয়ে সন্তুষ্ট। তারা বলেন, “গল্পটি সুন্দর ছিল। আমরা সময় নিয়ে কাজটি করেছি, যাতে ভালো কিছু উপহার দিতে পারি। আশা করছি, দর্শকরা আমাদের কাজটি খুব ভালোভাবে গ্রহণ করবেন।”

নির্মাতা জানিয়েছেন, নাটকটি ২০২৫ সালের প্রথম দিনেই ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

Nagad