কুড়িগ্রাম বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
কুড়িগ্রামে বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হয়েছেন মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং সদস্য সচিব হয়েছেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেনাইন কায়কোবাদ।
সোমবার (২৩ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব। সাবেক কমিটিতে বেবু সহসভাপতি এবং হাসিব যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। এছাড়া, সাবেক সভাপতি তাসভীর উল ইসলামকে ঘোষিত আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।


বিএনপির জেলা কমিটি ৬ অক্টোবর বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। ২০১৬ সালে ঘোষিত ১৫১ সদস্য বিশিষ্ট ওই কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপিংয়ের কারণে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। নতুন কমিটি জেলা নেতাকর্মীদের সক্রিয় করে রাজনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা আশা প্রকাশ করছেন।