শেখ হাসিনার ৮ প্রকল্পে দুর্নীতি: দুদকের চিঠি, প্রধান উপদেষ্টার কার্যালয়ে নথি চাওয়া
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, আশ্রয়ণ প্রকল্প, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দুর্নীতি ও অনিয়ম হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুদক আটটি প্রকল্পের নথি চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাঠিয়েছে। প্রকল্পগুলোর মধ্যে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প, মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চল, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন, মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত।


দুদক জানিয়েছে, প্রকল্পগুলোর প্রস্তাবনা, বাজেট অনুমোদন, বরাদ্দ, অর্থ ছাড়করণ এবং ব্যয় সংক্রান্ত যাবতীয় নথি চাওয়া হয়েছে। এছাড়া, এসব প্রকল্পের তদন্ত প্রতিবেদন ও সারসংক্ষেপ কপি চাওয়া হয়েছে।
এদিকে, গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বিদেশে ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়। এই বিষয়ে দুদকের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়, যাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি তদন্তে নির্দেশ দেওয়া হয়।