সড়ক দুর্ঘটনায় এআইইউবি শিক্ষার্থী আলিনকন স্টার্লিন মৃত্যু, শোক প্রকাশ
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর বিএসসি ইন সিএসই প্রোগ্রামের শিক্ষার্থী আলিনকন স্টার্লিন হালদার (২০-৪২৫৪২-১) সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) পাবনায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
এআইইউবি পরিবার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি জানানো হয়েছে।


এআইইউবি কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, আলিনকন স্টার্লিন হালদারের আত্মা চির শান্তিতে থাকবে।