আমিরাতে ভিসা উন্মুক্ত হবে ফেব্রুয়ারিতে, আশ্বাস দিলেন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি জানিয়েছেন, আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে বাংলাদেশি নাগরিকদের জন্য আমিরাতে ভিসা প্রক্রিয়া পুনরায় চালু হবে।
তিনি বলেন, ‘আমিরাতে বিভিন্ন দেশের নাগরিকদের ভিসা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, তবে এর পেছনে রাজনৈতিক কোনো কারণ নেই। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।’


সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দুবাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ কমিউনিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ তথ্য জানান। তিনি আরও বলেন, ভিসা সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করা হবে এবং বাংলাদেশের নাগরিকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উল্লেখ্য, ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশের সাংবাদিক ও কমিউনিটি নেতাদের সঙ্গে আলোচনা করতে রাষ্ট্রদূত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে বিভিন্ন কমিউনিটি ব্যক্তিত্ব এবং সাংবাদিকরা বক্তব্য রাখেন।
এছাড়া, মুশফিকুল ফজল আনসারি বলেন, ‘আমিরাত একটি শান্তিপূর্ণ দেশ, যেখানে বাংলাদেশি এবং অন্যান্য বিদেশিরা ভালোভাবে বসবাস করছেন। দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশি প্রবাসীরা এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।’