বিপিএল ২০২৪-এর উন্মাদনা শুরু, জেনে নিন সম্পূর্ণ সূচি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের পর্দা উঠছে ৩০ ডিসেম্বর। তবে তার আগে শুরু হয়ে গেছে বিপিএলকে ঘিরে উৎসবের উন্মাদনা। সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হয় বিপিএল মিউজিক ফেস্টের। এই আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হলো।
মিউজিক ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ‘নতুন বাংলাদেশে নতুন বিপিএল’ স্লোগানে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা। তিনি জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের কথা স্মরণ করিয়ে দেন।


উদ্বোধনী বক্তব্যের পর মঞ্চে পারফর্ম করেন জেফার, মুজা এবং সঞ্জয়। জনপ্রিয় গান ‘ঝুমকা’ দিয়ে জেফার তার পরিবেশনা শুরু করেন। মুজা তার হিট গান ‘নয়া দামান’, ‘আসি বলে গেল বন্ধু’, এবং ‘ঢোলের তালে’ দিয়ে দর্শকদের মাতান।
তাদের পর মঞ্চে আসে জনপ্রিয় ব্যান্ড মাইলস। শেষে পরিবেশনায় আলোকসজ্জা ও আতশবাজির খেলা মুগ্ধ করে সবাইকে। সমাপ্তি টানেন কিংবদন্তি শিল্পী রাহাত ফাতেহ আলী খান।
মিউজিক ফেস্টের দ্বিতীয় পর্ব হবে ২৫ ডিসেম্বর চট্টগ্রামে। আর তৃতীয় ও শেষ পর্বটি ২৭ ডিসেম্বর সিলেটে আয়োজনের মাধ্যমে শেষ হবে উদ্বোধনী উৎসব।
বিপিএলের দল ও সূচি
এবারের বিপিএলে অংশ নিচ্ছে সাতটি দল:
ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স।টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। একই দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস।
ভেন্যু এবং সময়সূচি
প্রথম আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এরপর টুর্নামেন্ট সিলেটে স্থানান্তরিত হবে, যেখানে ৬ থেকে ১৩ জানুয়ারির মধ্যে মোট ১২টি ম্যাচ হবে।
পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যেখানে ১৬ থেকে ২৩ জানুয়ারির মধ্যে আরও ১২টি ম্যাচ হবে।
শেষ পর্ব ও ফাইনাল পর্যায় হবে ঢাকায়। ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব খেলা ঢাকার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচ এবং একই দিনে রাতেই প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হবে ৫ ফেব্রুয়ারি এবং টুর্নামেন্টের ফাইনাল হবে ৭ ফেব্রুয়ারি।
এবার টিকিটের জটিলতা কমাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ই-টিকিট ব্যবস্থা চালু করেছে। দর্শকরা ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারবেন।
বিপিএল ২০২৪ ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মাঝে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে। মাঠের লড়াই শুরু হতে আরও কয়েকদিন বাকি থাকলেও মিউজিক ফেস্ট ও উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সাজতে শুরু করেছে দেশ।