সাদা পোশাকে প্রথম সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন জ্যোতি
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক এবং দলের অন্যতম সেরা ব্যাটার নিগার সুলতানা জ্যোতি সাদা পোশাকে প্রথম সেঞ্চুরি করে দেশের ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছেন। প্রথমবার আয়োজিত মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেট লিগ বিসিএলে (বাংলাদেশ ক্রিকেট লিগ) সেন্ট্রাল জোনের হয়ে খেলতে নেমে জ্যোতি এই অনন্য কীর্তি গড়েন।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে নর্থ জোনের বিপক্ষে তিন দিনের ম্যাচে ২০টি চার ও ২টি ছক্কার মারে ২৫৬ বলে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন জ্যোতি। এটি বাংলাদেশের নারী ক্রিকেটে দীর্ঘ সংস্করণের প্রথম সেঞ্চুরি।


নর্থ জোন প্রথম ইনিংসে ২৪০ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে। দলের পক্ষে জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিঙ্কি ২৪৬ বলে সর্বোচ্চ ৮৬ রান করেন। সেন্ট্রাল জোনের স্পিনার নাহিদা আক্তার মাত্র ৪৮ রানের বিনিময়ে ৭ উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে সেন্ট্রাল জোনের দুই ওপেনার মুরশিদা খাতুন ও ফারজানা আক্তার ঝোড়ো ফিফটি করেন। এরপরই ক্রিজে নেমে ম্যারাথন ইনিংস খেলেন জ্যোতি। তার ইনিংসে ভর করে সেন্ট্রাল জোন ৮ উইকেটে ৩৮৭ রানে ইনিংস ঘোষণা করে, ফলে দলটি পায় ১৪৭ রানের লিড। নর্থ জোনের পক্ষে জান্নাতুল ফেরদৌস সুমনা ১১৩ রানে ৬ উইকেট নেন।
জ্যোতির এই দুর্দান্ত ইনিংস শুধু দলকেই বড় লিড এনে দেয়নি, বরং দেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।