সিকদার গ্রুপের শত কোটি টাকার স্থাবর সম্পদ ক্রোকের আদেশ
সিকদার গ্রুপের শত কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।
জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের ১৩ তলা ভবন, সীমান্ত স্কয়ারের বিভিন্ন ফ্লোর, হাজারীবাগের সিকদার রিয়েল এস্টেট বিল্ডিং, ধানমন্ডির জেড এইচ সিকদার উইমেন মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং বিভিন্ন জেলা-উপজেলার বেশ কয়েকটি ভবন ও কমপ্লেক্স।


দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক জি এম আহসানুল আদালতে এই সম্পদ ক্রোকের আবেদন করেন।
আবেদনে বলা হয়, ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান জয়নুল হক সিকদার এবং তার পরিবারের বিরুদ্ধে জনগণের আমানতের অর্থ আত্মসাৎ, বিধিবহির্ভূত ঋণ প্রদান, ও মানিলন্ডারিংয়ের অভিযোগে তদন্ত চলছে। অভিযোগ অনুসন্ধানে দেখা গেছে, আত্মসাৎকৃত অর্থ দিয়ে সিকদার পরিবারের সদস্যরা নিজ নামে ও বেনামে প্রচুর সম্পদ গড়ে তুলেছেন এবং ব্যাংকের বিভিন্ন কার্যক্রমে ব্যবহার দেখিয়ে অস্বাভাবিক হারে ভাড়া আদায় করছেন।
এছাড়াও, এই অর্থ আত্মসাৎ করে দেশের বাইরে অবস্থানরত পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে স্থাবর সম্পদ বিক্রি বা স্থানান্তরের চেষ্টা করছেন। রাষ্ট্রের স্বার্থ রক্ষায় এসব সম্পদ ক্রোক করা জরুরি বলে উল্লেখ করা হয়েছে।
আদেশ অনুযায়ী, এসব স্থাবর সম্পদ ক্রোক করে তদন্ত কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।