শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে ভারত যা জানাল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪

সংগৃহীত ছবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো আনুষ্ঠানিক চিঠি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে ভারত। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের কাছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল বলেন, ‘আমি নিশ্চিত করছি, আজ আমরা বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পেয়েছি। তবে এই মুহূর্তে আমরা এ বিষয়ে কোনও মন্তব্য করছি না।’

এর আগে, আগস্টে ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশত্যাগ করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে ভারতের কাছে এই চিঠি পাঠিয়েছে।