ভোটের অধিকার আদায়ে ৫ আগস্টের মতো রাজপথে নামার আহ্বান ফখরুলের
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সদর উপজেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে ভোটের অধিকার, ভাতের অধিকার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা ভোট চাইতে আসিনি। দেশ ও মানুষের অধিকার আদায়ের জন্য প্রয়োজন হলে আবারও ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামতে হবে।’


মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ রয়েছে, যা পৃথিবীর অনেক দেশেই নেই। তাই বিভ্রান্তিমূলক কথা বলে দেশের সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা আমরা মানতে পারি না।’
বিএনপির মহাসচিব আশ্বাস দিয়ে বলেন, ‘যদি জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে সব ধর্ম ও সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করব। কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য এবং শ্রমিকরা ন্যায্য মজুরি পাবে।’
তিনি আরও বলেন, ‘বিনা কারণে হত্যা-গুমের মতো কাজ যেন কখনো না হয় তা নিশ্চিত করতে হবে। শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন করতে চাই, যেখানে জনগণ তার পছন্দমতো প্রতিনিধি নির্বাচিত করবে। আমরা দখলবাজি, দুর্নীতি, চুরি-চামারি ও গুন্ডামি বন্ধ করব।’
সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ। এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, অ্যাডভোকেট আব্দুল হালিম, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।