ঢাকা কলেজে প্রযুক্তিপণ্যের প্রদর্শনী করল স্মার্ট
ঢাকা কলেজের ম্যানেজমেন্ট বিভাগের পুনর্মিলনী উপলক্ষে প্রযুক্তিপণ্যের প্রদর্শনী করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত এই পুনর্মিলনীতে প্রায় দেড় সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী এবং তাদের পরিবার অংশ নেন।
স্মার্ট টেকনোলজিস তাদের প্যাভিলিয়নে বিশ্বখ্যাত নেটওয়ার্কিং ব্র্যান্ড নেটিস, স্মার্ট ল্যাপটপ এবং এডিফায়ারের অত্যাধুনিক পণ্য প্রদর্শন করে। নেটিসের বিভিন্ন মডেলের রাউটারের মধ্যে সদ্য বাজারে আসা এনসি৬৩ ডুয়াল ব্যান্ড রাউটার ছিল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।


এ ছাড়া স্মার্ট টেকনোলজিসের নিজস্ব ব্র্যান্ডের স্মার্ট ল্যাপটপ, মাত্র ২৮,০০০ টাকায় ২ বছরের ওয়ারেন্টিসহ পাওয়া যাচ্ছে জেনে আগত প্রাক্তন শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত হন। অডিও সিস্টেম ব্র্যান্ড এডিফায়ারের আকর্ষণীয় স্পিকার, বিশেষ করে ইকারাও ব্রেক এক্স২ স্পিকারটি, দর্শনার্থীদের মন জয় করে। এই স্পিকারের ক্যারাওকে ফিচার ব্যবহার করে অনেকেই গান পরিবেশন করেন এবং স্মৃতিময় ছাত্রজীবনের দিনগুলোতে ফিরে যান।
অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল এইচপি প্রিন্টারের ৩৬০ ডিগ্রি ফটোবুথ। এখানে ছবি তুলতে গিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা শিশুসুলভ আনন্দে মেতে ওঠেন।
তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে স্মার্ট টেকনোলজিস এই ধরনের আয়োজনে নিয়মিত অংশগ্রহণ করবে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন।