ঢাকায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী আবাসন মেলা, ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪

রাজধানী ঢাকায় শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী আবাসন মেলা। এবারের মেলা অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বিআইসিসিতে, এবং চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। রিহ্যাবের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় অংশগ্রহণ করবে বিভিন্ন আবাসন কোম্পানি, বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান।

২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার আয়োজন করা হচ্ছে, যা এবারের ২৬তম আসর। এছাড়া, রিহ্যাব ২০০৪ সাল থেকে বিদেশে হাউজিং ফেয়ার আয়োজন করে আসছে, যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, ইতালি, কানাডা, সিডনি, কাতারসহ বিভিন্ন দেশে আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

মেলায় ২২০টি স্টল থাকবে, যেখানে ৫টি গোল্ড স্পন্সর, ১৮টি কো-স্পন্সর, ১৮টি বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান এবং ১০টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় প্রবেশের জন্য সিঙ্গেল এন্ট্রি টিকিটের মূল্য ৫০ টাকা, আর মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী ৫ বার মেলায় প্রবেশ করতে পারবেন।

এই ফেয়ারে প্রবেশের পুরো টিকিটের অর্থ দান করা হবে দুস্থদের জন্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) কার্যক্রমে।