সাবেক মেয়র সাঈদ খোকনসহ পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এবং তার পরিবার—মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ ও ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এ আদেশ দেন।
দুদকের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান তাদের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করে।


আবেদনে অভিযোগ করা হয়, সাবেক মেয়র সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন এবং তাদের ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের ঘটনা ঘটেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন নিষিদ্ধ করা হয়েছে।