পোপ ফ্রান্সিস ও ম্যাডোনার ডিপফেক ছবি নিয়ে বিতর্ক
পোপ ফ্রান্সিস ও পপ তারকা ম্যাডোনাকে চুমু খেতে দেখা যায়, এমন একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে পোপের ভক্তদের মধ্যে। তবে, এই ছবি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ডিপফেক প্রযুক্তি দিয়ে তৈরি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ম্যাডোনা নিজেই ছবিটি তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। এরপর থেকেই এআই দ্বারা তৈরি এই ডিপফেক ছবি ও ভিডিও নিয়ে বিতর্ক শুরু হয়।


পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার এ ধরনের প্রযুক্তির বিষয়ে সতর্ক করেছেন। গত বছর মার্চে একটি ছবি ভাইরাল হয়েছিল, যেখানে তাকে বালেন্সিয়াগার পাফার জ্যাকেট পরতে দেখা গিয়েছিল। পরে জানা যায়, ওই ছবিটি একটি এআই প্রক্রিয়া দিয়ে তৈরি করা হয়েছিল। ছবিটি এত বাস্তব মনে হয়েছিল যে, অনেকেই সেটিকে সত্যি বলে ধারণা করেছিলেন।