আল্লু অর্জুনের বাড়িতে হামলা ও ভাঙচুর: আটক ৮, নিরাপদে সন্তানরা
‘পুষ্পা ২’ সিনেমার সাফল্যের সঙ্গে কিছু বিড়ম্বনাও এসেছে আল্লু অর্জুনের জীবনে। এবার তার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। রবিবার (২২ ডিসেম্বর) হায়দরাবাদের জুবিলি হিলস এলাকায় তার বাসভবনে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের একটি প্যানেলের সদস্যরা এ হামলা চালায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন এবং বাড়ির পাঁচিল টপকে ঢিল ছুঁড়ছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। পরে অভিযুক্তদের মধ্যে আটজনকে আটক করা হয়।


হামলার সময় আল্লু অর্জুন তার দুই সন্তান আরহা ও আরহানসহ পরিবারের সদস্যদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আল্লুর মেয়ে আরহা চিন্তিত মুখে গাড়িতে চুপচাপ বসে আছে, আর ছেলে আরহানও একইভাবে স্তব্ধ।
অভিনেতার বাবা আল্লু অরবিন্দ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “আমাদের বাড়িতে যা ঘটেছে, তা সবাই দেখেছেন। এখন সময় হয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার। যারা এ হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ এ বিষয়ে যথেষ্ট সক্রিয় এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।”
উল্লেখ্য, ‘পুষ্পা ২’ বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে। বাণিজ্যিক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, তৃতীয় সপ্তাহান্তে সিনেমাটি ৭২.৩ কোটি রুপি আয় করেছে। শুক্রবার ১৪.৩ কোটি, শনিবার ২৪.৭৫ কোটি এবং রবিবার ৩৩.২৫ কোটি রুপি আয় করে এটি সাফল্যের নতুন মাইলফলক ছুঁয়েছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস