ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন রোগী ১৬৫ জন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৫ জন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫৬৩ জন এবং শনাক্ত রোগী ১ লাখ ১৯ হাজার ১৯৪ জনে দাঁড়িয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে বরিশাল ও ঢাকা বিভাগের একজন করে রয়েছেন।

নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৩৫, চট্টগ্রামে ২১, ঢাকা বিভাগের বাইরে ৩২, ঢাকা উত্তর সিটিতে ২৩, ঢাকা দক্ষিণ সিটিতে ২১, খুলনায় ২২, রাজশাহীতে ৩, ময়মনসিংহে ৭ এবং রংপুরে ১ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ১৯ হাজার ১৯৪ জনের মধ্যে ৬৩.১% পুরুষ এবং ৩৬.৯% নারী। একই সময়ে ডেঙ্গুতে মারা যাওয়া ৫৬৩ জনের মধ্যে ৫১.৯% নারী এবং ৪৮.১% পুরুষ।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়ে, এবং ২০২৩ সালের জুন থেকে এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল, এবং ২০২০ সালে করোনা মহামারির কারণে ডেঙ্গুর সংক্রমণ কম থাকলেও ২০২১ ও ২০২২ সালে রোগীর সংখ্যা বৃদ্ধি পায়।

Nagad