লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসবে ব্যাটারিচালিত রিকশা: ডিএমপি কমিশনার
ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশাকে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, ‘অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়ছে, যা নগরীর সড়কে যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রবণতা বন্ধ করা না গেলে ভবিষ্যতে ঢাকায় চলাচল কার্যত অচল হয়ে যাবে। তাই অটোরিকশা সীমিত করার পাশাপাশি লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।’


শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত পুলিশ, ছাত্র, জনতা এবং রমনা মডেল থানা এলাকার নাগরিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, অটোরিকশাগুলো সড়ক ব্যবহারের সুবিধা নিচ্ছে, তবে ট্যাক্স দিচ্ছে না। এমনটা বিশ্বের কোথাও নেই।
ডিএমপি কমিশনার বলেন, ‘রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলোর মিটিং-মিছিল সড়কের পরিবর্তে নির্ধারিত জায়গায় করলে ট্রাফিক ব্যবস্থা অনেক সহজ হবে। কারণ একটি রাস্তা এক ঘণ্টার জন্য বন্ধ থাকলে এর রেশ কাটতে সাত-আট ঘণ্টা সময় লাগে।’
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।