পাকিস্তান থেকে দ্বিতীয়বার পণ্য নিয়ে চট্টগ্রামে জাহাজ ভিড়লো

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪

পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্যবোঝাই কনটেইনার নিয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে পানামার পতাকাবাহী জাহাজ ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’।

জাহাজটিতে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি, খনিজ পদার্থ ডলোমাইট, কাঁচশিল্পের কাঁচামাল সোডা অ্যাশ, রফতানিমুখী পোশাক শিল্পের কাপড়ের রোল এবং লোহার স্ক্র্যাপ।

এছাড়াও পাকিস্তান থেকে আসার পথে সংযুক্ত আরব আমিরাত থেকেও ১০টি কনটেইনারে খাদ্যপণ্য, খেজুর, লুব অয়েল এবং যন্ত্রাংশ নিয়ে এসেছে। সব মিলিয়ে এবার জাহাজটি ৮১১ একক কনটেইনার পণ্য নিয়ে এসেছে, যার মধ্যে ৮৬ শতাংশই পাকিস্তানের পণ্য।

এর আগে গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রথমবার করাচি বন্দর থেকে ৩৭০ একক কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে একই জাহাজ।