জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত-আহতদের খসড়া তালিকা উন্মোচিত
জুলাই-আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের খসড়া তালিকা প্রকাশ করেছে গণঅভ্যুথান সংক্রান্ত বিশেষ সেল। শনিবার (২১ ডিসেম্বর) সেলের ওয়েবসাইটে (https://musc.portal.gov.bd) ৮৫৮ জন নিহত এবং ১১ হাজার ৫৫১ জন আহত ব্যক্তির নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
বিশেষ সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তালিকা চূড়ান্তকরণে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ৬৪ জেলার কমিটি এবং বিশেষ সেল একসঙ্গে কাজ করছে। এর অংশ হিসেবে প্রথম ধাপের এই খসড়া তালিকা উন্মুক্ত করা হলো।


তালিকা যাচাই বা সংশোধনের জন্য শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য, ওয়ারিশ বা প্রতিনিধিদের ২৩ ডিসেম্বরের মধ্যে মতামত দেওয়ার অনুরোধ করা হয়েছে। মতামত ও সংশোধন বিষয়ে ইমেইল (muspecialcell36@gmail.com) বা সেলের ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, তালিকায় শহীদ ও আহত ব্যক্তিদের নাম, ঠিকানা এবং প্রাসঙ্গিক তথ্য উল্লেখ করা হয়েছে। সংশোধনের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশেষ সেল।