আজ আর্মি স্টেডিয়ামে রাহাত ফতেহ আলীর সুরের জাদু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪

জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সহায়তায় আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশেষ কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’। পাকিস্তানের প্রখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান গানের সুরে মাতাবেন মঞ্চ।

‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘স্কাইট্র্যাকার লিমিটেড’-এর আয়োজনে কনসার্টটির আয়োজন থেকে প্রাপ্ত অর্থ আহত ও নিহতদের পরিবারকে সহায়তার জন্য ব্যয় হবে। আয়োজনে রাহাত ফতেহ আলী খানসহ সংশ্লিষ্ট সবাই বিনা পারিশ্রমিকে অংশ নিচ্ছেন।

শিক্ষার্থীদের জন্য টিকিটে ১৬ থেকে ৩৬ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। কনসার্ট উপলক্ষে জনদুর্ভোগ কমাতে সেনাবাহিনী দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত জাহাঙ্গীর গেট ও জিয়া কলোনির গেট খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া এদিন দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্দিষ্ট প্রবেশপথগুলোতে টোল ফ্রি সুবিধা দেওয়া হবে।

রাহাত ফতেহ আলী খান তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। পাশাপাশি দেশি ব্যান্ড- আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার পরিবেশনা দর্শকদের মাতাবে। এছাড়া র‍্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নানের পরিবেশনাও থাকবে।

সংগীত ছাড়াও থাকছে বিশেষ আয়োজন, যার মধ্যে রয়েছে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক, মুগ্ধ ওয়াটার জোনসহ আরও অনেক আকর্ষণীয় কর্নার।

Nagad