শ্রীনগরে চুরির সময় গৃহবধূর ভিডিও ধারণ, গ্রামবাসীর হাতে ধরা দুই তরুণ

মুন্সীগঞ্জ সংবাদদাতা:মুন্সীগঞ্জ সংবাদদাতা:
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪

মুন্সীগঞ্জের শ্রীনগরে চুরি করতে গিয়ে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করার ঘটনায় পর্নগ্রাফির মামলার আসামি দুই তরুণকে গ্রামবাসী আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাঘরা গ্রাম থেকে মো. জয় (১৯) ও আরমান বেপারী (১৬) নামে দুই তরুণকে আটক করা হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, ৫ ডিসেম্বর রাতে তিনজনের একটি চোরের দল সৌদি প্রবাসী মনিরুজ্জামানের বাড়িতে প্রবেশ করে। প্রবাসীর স্ত্রী চোরের দলের জয়কে চিনে ফেললে তাঁকে এবং তাঁর তিন বছরের মেয়েকে ভয় দেখিয়ে ছুরির মুখে বিবস্ত্র হতে বাধ্য করা হয়। এরপর মোবাইলে ভিডিও ধারণ করে চোরেরা পালিয়ে যায়।

ঘটনার পরের দিন ৬ ডিসেম্বর, গ্রামবাসী প্রথম আসামি মো. ফাহাদ (১৯) কে আটক করে পুলিশে সোপর্দ করে। প্রবাসীর স্ত্রী তিনজনকে আসামি করে পর্নগ্রাফি আইনে মামলা দায়ের করেন। আজ জয় ও আরমান গ্রেপ্তার হওয়ায় মামলার তিন আসামিকেই আটক করা হয়েছে বলে জানান ওসি।

গ্রামবাসীর সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে বলে তিনি প্রশংসা করেন।