‘হাসান আরিফ শুধু স্বনামধন্য আইনজীবীই নন, গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “হাসান আরিফ শুধু একজন স্বনামধন্য আইনজীবীই ছিলেন না, তিনি গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ ছিলেন। বর্তমান ট্রানজিট সময়ে গণতন্ত্রের উত্তরণের পথে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার অভাব সহজে পূরণ হবার নয়। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট সহচরকে হারিয়েছি, দেশ হারিয়েছে একজন প্রকৃত দেশপ্রেমিককে।”

তিনি আরও বলেন, “আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

সংস্কার কাজের অগ্রগতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “সংস্কার কাজ চলছে এবং তা অব্যাহত থাকবে। এতে কোনো বিঘ্ন ঘটবে না।”

উল্লেখ্য, এ এফ হাসান আরিফ শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে

Nagad