প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় স্মরণীয় হয়ে থাকবেন এ এফ হাসান আরিফ: ড. ইউনূস
ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে দুবাই থেকে ঢাকায় অবতরণের পর উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে তিনি ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান।


এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “তাঁর আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষস্থানীয় আইনজীবী ছিলেন এবং অন্তর্বর্তী সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।”
বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা এ এফ হাসান আরিফ দীর্ঘ আইনজীবী জীবনে মানুষের অধিকার রক্ষায় বিশেষ অবদান রেখেছেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “হাসান আরিফ আমাদের সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
ড. ইউনূস শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করা হাসান আরিফ আইন পেশায় অসামান্য দক্ষতার জন্য পরিচিত ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে কলকাতা হাইকোর্ট এবং ঢাকায় সুপ্রিম কোর্টে দীর্ঘদিন আইন পেশায় কাজ করেন। তার জানাজা আজ বাদ এশা ধানমন্ডিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।