ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের নতুন ইতিহাস

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪

বছরের শেষ আন্তর্জাতিক সিরিজটি রাঙিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের ব্যর্থতা পেছনে ফেলে টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে লাল-সবুজের দল। এই প্রথম ক্যারিবীয়দের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে তাদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।

টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করার পর শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। শুক্রবার সকালে (২০ ডিসেম্বর) কিংসটাউনের আর্নোস ভেল স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৮৯ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় সফরকারীরা। জাকের আলির অনবদ্য ৭২ রানের ইনিংস সেই স্কোর গড়ার ভিত্তি তৈরি করে।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম বলেই তাসকিন আহমেদের বলে এলবিডব্লিউ হন ব্রেন্ডন কিং। এরপর মেহেদি হাসান এবং অন্যান্য বোলারদের তোপে ১০৯ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।

বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন রিশাদ হোসেন। তাসকিন আহমেদ ও মেহেদি হাসান নেন ২টি করে উইকেট।

বাংলাদেশের ব্যাটিং ইনিংসটি শুরু হয়েছিল সাবধানীভাবে। লিটন দাস ও পারভেজ ইমন জুটি দলকে ৪৪ রানের ভিত্তি দেন। তবে দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দল। সেখান থেকে মিরাজ ও জাকের আলি দলকে ১০০ রানের ঘরে পৌঁছান।

ইনিংসের শেষভাগে জাকের আলির বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় ১৮৯। ৪১ বলে ৭২ রানের অপরাজিত ইনিংসে তিনি হাঁকান ৬টি ছক্কা ও ৩টি চার। এটি ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি ফিফটি।

Nagad

তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ দেখিয়েছে দারুণ ধারাবাহিকতা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের সমন্বয়ে গড়ে তুলেছে একের পর এক জয়। এই হোয়াইটওয়াশ ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে একটি নতুন অধ্যায়।

এই ঐতিহাসিক সিরিজ জয় নিয়ে দেশে ফিরছে লিটন দাসের নেতৃত্বাধীন দল, যা ভবিষ্যতে দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।