রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেলেন তারেক রহমান, আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পেয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালে লন্ডনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য রাখেন তারেক রহমান। ওই বক্তব্যের পর ২০১৪ সালের ১৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এরপর ২০১৫ সালের ২৮ মে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা জয়পুরহাট সদর থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে বিচারক তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতি দেন এবং মামলাটি খারিজ করে দেন।

জয়পুরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর শাহানুর রহমান শাহিন বলেন, মামলাটি মিথ্যা ছিল এবং কোনো ভিত্তি ছিল না। তিনি আরও জানান, স্বৈরাচারী সরকারের হস্তক্ষেপের কারণে এ ধরনের মিথ্যা মামলা করা হয়েছিল।

এদিকে, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেন, তারেক রহমানকে ধ্বংস করতে আওয়ামী লীগ একের পর এক মিথ্যা মামলা করেছে। তবে আজ ন্যায়বিচারের জয় হয়েছে।

রায় ঘোষণার পর জেলা বিএনপির নেতাকর্মীরা আদালত চত্বরে আনন্দ মিছিল করেন।

Nagad