রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর বেলা ৫টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তা রাকিবুল হাসান জানিয়েছেন, আগুনের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দল পাঠানো হয়। সরু রাস্তা ও ঘরবাড়ির কাঠামো কাঁচা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।


স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।
এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি।